রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীর লাহিড়ীতে করোনায় আক্রান্ত আরো ১ জন

এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ আজ ২৭ এপ্রিল সোমবার বালিয়াডাঙ্গী উপজেলার মধ্যে চাড়োল গ্রামের হায়দার আলীর ছেলে মো. আল আমীন (২৪) সে করোনা কোভিড-১৯ সে আক্রান্ত হয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন, বালিয়াডাঙ্গী স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. আবুল কাশেম। এই নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় ২জন করোনায় আক্রান্ত হল। পরিবারিক সূত্রে জানাযায়, হায়দার আলীর ছোট ছেলে শামসুল আরেফিনের মস্থিস্কের সমস্যার কারণে গত ১ মাস আগে বাড়ী থেকে হারিয়ে যায়। তাকে খোজা খুজি করতে আল আমীন এতোমধ্যে দিনাজপুর, রংপুর,বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করেন। এভাবেই আল আমীন করোনায় সংক্রমিত হতে পারে। আল আমীন পেশায় কৃষক। সে মধ্যে চাড়োল গ্রামের নিজ বাড়ীতে স্থায়ী ভাবে বসবাস করতো।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন জানান, করোনায় সনাক্ত আল আমীনকে আনতে এম্বুলেন্স পাঠানো হয়েছে। তাকে বালিয়াডাঙ্গী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হবে। বালিয়াডাঙ্গী স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. আবুল কাশেম জানান, আগামী কাল ২৮ এপ্রিল মঙ্গলবার আল আমীনের পরিবারের সললের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিক্যালে পাঠানো হবে।

এই বিভাগের আরো খবর