মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় বন্দুকযুদ্ধে নিহত ২

ডেস্কনিউজঃ ঢাকার তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত হয়েছেন। তারা হলেন—ইব্রাহিম খলিল (৪৫) ও ওমর ফারুক (৩৫)। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাব ১-এর কর্মকর্তা সহকারী ‍পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিয়াবাড়িতে র‌্যাব চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল। একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা না থেমে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়।

গুলিবিদ্ধ দুজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, ৩ হাজার ৯০টি ইয়াবা, ১০ হাজার টাকা পাওয়ার কথা জানিয়েছে র‌্যাব।

কামরুজ্জামান আরও বলেন, ঢাকা-গাজীপুরের বিভিন্ন থানায় খলিলের বিরুদ্ধে ১৫টি এবং ওমর ফারুকের বিরুদ্ধে ১৪টি মাদক মামলা রয়েছে। খলিলের বাড়ি নরসিংদী আর ফারুকের বাড়ি ভোলার চরফ্যাশনে। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় বসবাস করে মাদকের কারবার করে আসছিল।

এই বিভাগের আরো খবর