শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা পুলিশের অভিযানে ইয়াবাসহ তালিকাভূক্ত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজ শুক্রবার (২৪ জুলাই) শেখেরচর পুলিশ ফাঁড়ীর এসআই অভিজিৎ চৌধুরী, এএসআই বুলবুল ইসলাম নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন গনেরগাও গ্রামের বেলায়েত হাজীর গরুর ফার্মের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) গোলজার হোসেন (৪৫),পিতামৃত-বিল্লাল হোসেন, গ্রাম-গনেরগাও, থানা ও জেলা- নরসিংদীর দখল থেকে ১০০ (একশত) পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ৯ টা মাদক মামলা আছে। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর