রাব্বি আহমেদঃ মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন মাদক সেবীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়নের চককল্যাণপুর গ্রামের ফোরকান ইসলামের ছেলে সাব্বির হোসেন (২০), দেবীপুর গ্রামের দক্ষিনপাড়ার মৃত শাহিনুর রহমানের ছেলে আরাফাত হোসেন (২২), মৃত হাফিজুর রহমানের ছেলে সোহেল রানা (২২)।
শনিবার সন্ধায় দেবীপুর মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। তাদের কাছে ৫০ গ্রাম গাঁজা এবং ২৫০ গ্রাম অ্যালকোহল জাতীয় মদ পাওয়া যায় বলে গাংনী থানা সূত্রে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই এসএম তারিকুজ্জামান ও সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।