রাব্বি আহমেদঃ মেহেরপুরের গাংনী পৌরসভার উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।রোববার সকাল ৯ টার দিকে পৌরসভা কার্যালয়ে ভিজিএফ এর এ চাল বিতরণ করা হয়।পৌর মেয়র আশরাফুল ইসলামের সভাপতিত্বে ট্যাগ অফিসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত ভিজিএফ এর আওতায় পৌরসভার সব কয়টি ওয়ার্ডের মোট ৩ হাজার ৮১ জনের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের মহিলা কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।