রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদী জেলা পুলিশের ব্যবস্থাপনায় ‘‘সূলভ মূূল্যে ঘরের বাজার”

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ  আজ মঙ্গলবার নরসিংদী জেলা পুলিশের ব্যবস্থাপনায় সূলভ মূল্যে ঘরের বাজার এর কার্যক্রম শুরু করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল, তেল, ছোলা, বেশন, লবন, চিনি, আলু, পিয়াজ, বেগুন, ইত্যাদি সূলভ মূ্ল্যে মানুষের ঘরে ঘরে পৌছে দেয়া হবে এই উদ্যোগের মূল লক্ষ্য। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের শুরু থেকেই জেলা পুলিশের পক্ষ থেকে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী প্রদানসহ নানামূখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাজারগুলোতে মানুষের ভিড় কমাতে এবং পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে খুচরা বাজারের চেয়ে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রয় করা হচ্ছে। এছাড়াও কৃষকরা যাতে সবজির ন্যায্য মূল্য পায় সে লক্ষ্যে কৃষকের নিকট হতে সবজি ক্রয় করা হচ্ছে। লকডাউন চলাকালীন জেলা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানায় নরসিংদী জেলা পুলিশ।

এই বিভাগের আরো খবর