শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-কক্সবাজার রুটে ৩০ জুলাই থেকে ফ্লাইট শুরু

ডেস্ক নিউজ : করোনার মহামারী পরিস্থিতিতে দীর্ঘ সময় বন্ধ থাকার পর ঈদুল আজহার আগে ৩০ জুলাই থেকে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচক সূত্র জানায়, এতদিন কক্সবাজার বিমানবন্দরে চিকিৎসকের অভাবে ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে চিঠি দিয়ে বিমানবন্দরে চিকিৎসক দেয়ার কথা জানানো হয়েছে। তাই আগামী ৩০ জুলাই থেকে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ২৪ মার্চ থেকে আন্তর্জাতিকসহ অভ্যন্তরীণ রুটেও ফ্লাইট চলাচল বন্ধ করে বেবিচক। পরে ১ জুন থেকে পর্যায়ক্রমে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল ও যশোর রুটে ফ্লাইট চলাচল শুরু হয়। উল্লেখ্য, অভ্যন্তরীণ রুটে বর্তমানে দেশের চারটি এয়ারলাইন্স সেবা দিয়ে যাচ্ছে। এসব এয়ারলাইন্সে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে প্রতিদিন ১৪০টির মতো ফ্লাইট চলাচল করে থাকে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৪ মার্চ থেকে চীন ছাড়া সব দেশে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ করে বেবিচক।

 

এই বিভাগের আরো খবর