রাব্বি আহমেদঃমেহেরপুরে বজ্রপাতে একরামুল হক (৩০) নামের এক কৃষক নিহত হয়েছে। এ সময় আরো একজন কৃষক আহত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩ টায় সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের রাজনগর গ্রামের বালির মাঠ নামক স্থানে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত একরামুল হক রাজনগর গ্রামের এনার উদ্দীনের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়,একরামুল হক বাড়ির পার্শে একটি মাঠে মরিচের জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আহত হয় পলাশ নামের এক যুবক। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।