শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে শিবপুর থানার গাবতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানাযায়, মোটরসাইকেলের দুই আরোহী নরসিংদী থেকে ভৈরবের দিকে যাচ্ছিলেন। পথে অন্য একটি যানবাহনকে পাশ কাটানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং মোটরসাইকেলটির দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দুই মরদেহ উদ্ধার ও ট্রাকটি আটক করেছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর