বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ১’শত মাদ্রাসায় ১০ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ     

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদীতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে কওমী মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য প্রাপ্ত অনুদানের চেক বিতরণ” করা হয়েছে। আজ ২৯ এপ্রিল বুধবার পবিত্র রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে কওমী মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য প্রাপ্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। করোনাজনিত উদ্ভূত পরিস্থিতিতে কওমী মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর সজাগ দৃষ্টি রয়েছে উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে পবিত্র রমজান মাসে সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে পালনের জন্য কওমী মাদ্রাসার প্রতিনিধিদের প্রতি আহবান জানান। পরবর্তীতে জেলার ১০০টি মাদ্রাসার মধ্যে মোট ১০ লক্ষ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক ।

এই বিভাগের আরো খবর