মঙ্গলবার, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের জামাত হয়নি শোলাকিয়ায়

ডেস্ক নিউজ :  করোনার প্রাদূর্ভাবের কারণে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়নি। জেলার কোন ঈদগাহেই জামাত অনুষ্ঠিত হয়নি। দেশের অন্যান্য স্থানের মতো কিশোরগঞ্জের মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে জামাত অনুষ্ঠিত হয়। এর আগে গেল পবিত্র ঈদ উল ফিতরে শোলাকিয়ায় ১৯৩তম জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা অনুষ্ঠিত হয়নি।

আজ শনিবার সকালে শোলাকিয়া মাঠে গিয়ে কিছু সংখ্যক পুলিশ ও আর শূন্য মাঠ ছাড়া কিছুই দেখা যায়নি। জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী জানিয়েছেন, এবারও শোলাকিয়াসহ জেলার সবগুলো ঈদগাহ ও খোলা জায়গায় ঈদের জামাত আয়োজন হয়নি। তার পরিবর্তে মসজিদগুলোতে জামাত আয়োজনের নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি ও সামাজিত দূরত্ব নিশ্চিত করতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।

উল্লেখ্য, ১৮২৮ (আনুমানিক) সালে শোলাকিয়ার মাঠে ঈদের জামাত শুরু হওয়ার পর থেকে ঈদের জামাত অনুষ্ঠিত না হওয়ার ঘটনা এবারই প্রথম।

এই বিভাগের আরো খবর