বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তাহেরপুর পৌর মেয়রের রোগ মুক্তির জন্য মিলাদ মাহফিল

মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহীঃ রাজশাহী জেলা বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ৩১ শে জুলাই তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর করোনা রিপোর্ট পজিটিভ আসে। মঙ্গলবার তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাকক্ষে তাহেরপুর পৌর ছাত্র লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তাহেরপুর পৌর আওয়ামীলীগ সভাপতি আবু মৃধা মুনছুর। তাহেরপুর পৌর ছাত্র লীগের সভাপতি সন্দীপ রায় টিংকু সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মুহাঃ তোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান আসাদ, কাউন্সিলর শ্রী তাপস কুমার দাস পিন্টু, তাহেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর , ছাত্রলীগ, যুবলীগ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।দোয়া ও মিলাদ মাহফিলে তাহেরপুর পৌরসভার নয়ন মনি করোনা যোদ্ধা মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদের রোগ মুক্তির কামনা করা হয়, অতি দূত যেন করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়ে পৌর সভার জনগনের পাশে দাঁড়ায়। বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন, তিনি ভালো আছেন সবাইকে তার জন্য দোয়া করতে বলা হয়।

এই বিভাগের আরো খবর