শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদী পুলিশ সুপারের সাথে নবগঠিত পূজা উদযাপন পরিষদের মত বিনিময়

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ আজ বুধবার (০৫ আগষ্ট ) পুলিশ সুপার কার্যালয়, নরসিংদী এর সম্মেলন কক্ষে নবগঠিত নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ পুলিশ সুপার নরসিংদীকে ফুলেল শুভেচ্ছা জানান। নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদকে একটি সুশৃংখল যোগ্য নেতৃত্বের সংগঠনে পরিণত করার জন্য নব নির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবকে বিভিন্ন নির্দেশনা প্রদান সহ পরিষদের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়। পাশাপাশি নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদকে প্রয়োজনীয় সকল বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে আশ্বস্থ করা হয়। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে আসন্ন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনাবলী প্রদান করা হয়।সে সময় পূজা উদযাপন পরিষদ মহামারী করোনা প্রাদুর্ভাবের বিষয় বিবেচনায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তাঁরা মন্দির ভিত্তিক উদযাপন এবং পৃথিবী বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি থেকে মানব জাতির মুক্তির জন্যে বিশেষ প্রার্থনার আয়োজন করবে মর্মে জানান। তাছাড়া হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের তাদের গৃহীত ব্যবস্থা বিষয়ে আলোচনা করেন।

এ সময় নরসিংদী জেলা নবগঠিত পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী অনিল চন্দ্র ঘোষ,সদস্য সচিব শ্রী সুব্রত কুমার দাস সহ উক্ত কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর