বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মাশরাফি ধান কাটতে যায়নি, এনেছেন ধান কাটার মেশিন

ডেস্ক নিউজঃ  মাশরাফি ধান কাটতে যাননি; নিয়ে এসেছেন ধান কাটার মেশিন! নড়াইলের কৃষকের জন্য এবার যুগান্তকারী এক উদ্যোগ নিলেন নড়াইল-২ আসনের সংসদ জাতীয় দলের সাবেক সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নড়াইলে কৃষকদের সুবিধার্থে ধান কাটার হারভেস্টার মেশিন সরকারীভাবে নিয়ে এসেছেন তিনি।করোনার প্রভাবে চারিদিকে যখন শ্রমিক সং’কটে চলমান বোরো ধান কাটা নিয়ে দুঃচিন্তায় আছেন কৃষকেরা। ঠিক সেই মুহূর্তে নড়াইলের কৃষকদের জন্য স্বস্তিদায়ক সংবাদ দিয়েছেন মাশরাফি। তার অনুরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় নড়াইল জেলার জন্য ১ টি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন দিয়েছে। জানা গেছে, ইতোমধ্যেই নড়াইলে এসে পৌছেছে সেই হারভেস্টার মেশিন এবং অল্প কয়েকদিনের মধ্যে আরো ৩টি মেশিন নড়াইলে পৌছাবে। আজ (২৮ এপ্রিল) থেকেই নড়াইল জেলার কৃষি বিভাগের তত্বাবধানে এই হার্ভেস্টার মেশিন দিয়ে ধান কাটার কাজ শুরু হবে। ধান কাটার শ্রমিক সংকটের এই দুর্দিনে এমন একটি খবর সত্যি নড়াইলের কৃষকদের জন্য সত্যিই আনন্দের খবর। করোনা মহামা’রির এই সময়ে খাদ্য সং’কট মো’কাবেলায় প্রধানমন্ত্রী বার বার তাগিদ দিয়েছেন। শ্রমিকের অভাবে সঠিক সময়ে ধান কাটতে না পারলে আমাদের কৃষক ও দেশেরও আমাদের একটি বড় ক্ষতি হয়ে যাবে। আর একারণে পত্রিকা মাধ্যমে এই মেশিনের কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাশরাফী বিন মোর্ত্তজা মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় বরাবর ডিও লেটার পাঠিয়েছিলেন। ২১ এপ্রিল ২০২০ পাঠানো ওই ডিও লেটারের ভিত্তিতে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই একটি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন নড়াইলে এসে পৌছে। কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন এক ঘন্টায় এক বিঘা জমির ধান কাটতে সক্ষম,এভাবে সারাদিন কাজ করলে দিনে ১০-১২ বিঘা জমির ধান কাটা সম্ভব। শুধু ধান কাটা নয়,সাথে সাথে এটি ধান মাড়াই করে বস্তাবন্দি করতেও সক্ষম। স্বল্প খরচে এই মেশিন কৃষকড়ের ধান কাটার সময় বাঁচাবে, কষ্ট কমাবে। সর্বোপরি প্রয়োজনের সময় নড়াইলের মাঠেই আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির সুফল পাবেন কৃষকেরা।

এই বিভাগের আরো খবর