শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এমপি দবিরুলের বরাদ্দে বড়বাড়ী ইউনিয়নে দূর্গামন্দির উন্নয়নের জন্য দেড় লক্ষ টাকা প্রদান করেন-সুজন

আল-ফেরদৌস (রানা),ঠাকুরগাঁও প্রতিনিধি: “রাজনীতি হলো একটা দর্শন”আদর্শ, একটা পবিত্র লক্ষ্য” জনগণ সব সময়ই খোঁজে” একজন সৎ আদর্শবান ও জনদরদী- নেতা”ঠাকুরগাঁও ২ আসন পেয়েছি একজন উদার মনের মানুষ” ন্যায় বিচারক” অন্যায়ের বিরুদ্ধে যাকে লড়াই সংগ্রামে পাওয়া যায়”তরুণ প্রজন্মে অহংকার” মাদক সন্ত্রাসের আতঙ্ক” জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন কর্মী” জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জননেতা মো: মাজহারুল ইসলাম সুজন।।

“চলমান করোনা ভাইরাস” এর সংকটে পরে থাকা” ঠাকুরগাঁও ২ আসনের মানুষের পাশে দাঁড়িয়ে” যে সেবা দিয়ে যাচ্ছেন” তা সর্বমহল প্রশংসনীয় সার্টিফিকেট অর্জন করেছেন তিনি”।

উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে ঠাকুরগাঁও- ২ আসনে তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার রাত ৮টায় আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি মহোদয়ের বরাদ্দ থেকে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের মাহাজন হাট দূর্গামন্দির উন্নয়নের জন্য ১,৫০,০০০ টাকা অনুদানের ডিও হস্তান্তর করা হয়।।

এই সময় আলহাজ্ব দবিরুল ইসলাম এম পি সাহেবের প্রতিনিধি হয়ে অনুদানের ডিও হস্তান্তর করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব মো: মাজহারুল ইসলাম সুজন আরো উপস্থিথ ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ,বালিয়াডাঙ্গী উপজেলার শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম, বালিয়াডাঙ্গী উপজেলা শাখার তাতীলীগের সভাপতি সাদেকুল ইসলাম সাদেক সহ আওয়ামীলীগের নেতা কর্মীবিন্দ।

এই বিভাগের আরো খবর