শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার থেকে পার্সেল ট্রেন চালাবে রেলওয়ে

ডেস্ক নিউজঃ কৃষিপণ্য ও কাঁচামাল পরিবহনের জন্য তিন রুটে পার্সেল ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (১ মে) থেকে এ ট্রেন চলাচল শুরু হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

রেল সূত্র জানিয়েছে, ঢাকা-চট্টগাম-ঢাকা ও ঢাকা-দেওয়ানগঞ্জ (জামালপুর) রুটে সপ্তাহে সাতদিন এ পার্সেল ট্রেন চলবে। আর যশোর-ঢাকা রুটে সপ্তাহে তিন দিন চলবে।

প্রতিদিন চট্টগ্রাম থেকে সকাল ১০টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৪টায়। আবার ঢাকা থেকে রাত ১০টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়বে। পথে গুরুত্বপূর্ণ সব স্টেশন ধরবে এ পার্সেল এক্সপ্রেস ট্রেন।

পার্সেল এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৪টায় দেওয়ানগঞ্জ পৌঁছাবে। দেওয়ানগঞ্জ থেকে রাত ৮টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে প্রতিদিন। পথে গুরুত্বপূর্ণ সব স্টেশন ধরবে ট্রেনটি। তবে ঢাকা-যশোর রুটের শিডিউল এখনো দেওয়া হয়নি।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরীফুল আলম বলেন, পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকে এ ট্রেন চলাচল শুরু হবে।

সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ট্রেন চলাচল নিয়ে রেলের বৈঠক হওয়ার কথা থাকলেও হয়নি। রেলমন্ত্রী ও ডিজিসহ কেউ আসেননি।

রেল সূত্র বলছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই যাত্রীবাহী ট্রেন চালাতে প্রস্তুত রেলওয়ে।

এই বিভাগের আরো খবর