বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকরাম চৌধুরী আর নেই

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পনের সম্পাদক ও প্রকাশক এবং চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী আমাদের মাঝে আর নেই। শনিবার ভোর ৪ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।( ইন্নানিল্লাহী ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। এই সাংবাদিক নেতা দীর্ঘদিন ধরে কিডনী ও ডায়াবেটিস রোগসহ জটিল রোগে ভুগছিলেন।

তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ভাই-বোনসহ বহু আত্মীয়,সহকর্মী ও শুভাকাঙ্খী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে তাৎক্ষনিক গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এএইচ এম আহসান উল্লাহসহ চাঁদপুর প্রেসক্লাবের সকল পর্যায়ের সাংবাদিক বৃন্দ। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন

এই বিভাগের আরো খবর