মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। রোববার (০৯ আগষ্ট ) এসআই নূরে আলম হোসাইন, এএসআই আবুল কালাম আজাদ নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন কুমিল্লা কলোনির মোড়ে নরসিংদী বালিকা উচ্চ বিদ্যালয়গামী পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোস্তফা (৪৮),পিতামৃত- ভিকচান, মহল্লা- সাটিরপাড়া বকুলতলা,থানা ও জেলা-নরসিংদীর দখল থেকে ৫২ (বায়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে দুইটা মাদক মামলা আছে। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় এজাহার দায়ের প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ।