রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে যুবদল নেতা শাহেনশাহ শানুর মানবিক কার্যক্রম

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউনে পড়া অসহায় দারিদ্র শ্রেণীর মানুষের মাঝে মানবিক সহযোগীতা নিয়ে এলাকায় এলাকায় যাচ্ছেন নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেনশাহ শানু। গত বুধবার নরসিংদী সদর উপজেলার মহিষাশুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে চাঁন্দের পাড়া মাদ্রাসা ও ঈদগাহ মাঠে প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শাহেন শানুর ব্যাক্তিগত তত্বাবধানে খোকন-শিরিন সংগ্রাম পরিষদ নরসিংদী এই কার্যক্রম সম্পন্ন করে। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী শহর বিএনপির সভাপতি এ.কে.এম গোলাম কবির কামাল, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আলমগীর হাবীব, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আ.ফ.ম মোস্তাকিম পান্না, শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কবির আহমেদ, নরসিংদী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকারম হোসেন ভুইয়া, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক দিদার হোসেন ভূঁইয়া, নরসিংদী জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ুন কবির কামাল, নরসিংদী জেলা জাসাসের সভাপতি সারোয়ার হোসেন ঝন্টুসহ সহ খোকন শিরিন সংগ্রাম পরিষদের নেতৃবন্দ সহ নেতা-কর্মীগণ। নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেনশাহ শানু জানান, বিএনপির যুগ্ন মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি খায়রুল কবির খোকন ও রোকেয়া হলের সাবেক ভিপি জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ¯^-নির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শিরিন সুলতানা এর প¶ থেকে কিছু অসহায় গরিব দুস্থ ও কর্মহীন নিম্ম মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি। আমরা আমাদের সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমাদের এই সেবা কার্যক্রম ধারাবাহিক ভাবে চলবে।

এই বিভাগের আরো খবর