শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মাধবদীর আমদিয়া ইউনিয়নে থানা পুলিশের উঠান বৈঠক

মাধবদী প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলার মাধবদী থানায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান যোগদানের পর হতে থানায় পুলিশি সেবা নিশ্চিতকরণ এবং জনগণকে সাথে নিয়ে ইউনিয়ন, পাড়া, ও মহল্লাগুলোতে যে কোন প্রকার অপরাধ দমনে কার্যকরী ভূমিকা পালন করার লক্ষ্যে বিট পুলিশিং উঠান বৈঠক করে যাচ্ছেন তিনি। এর প্রেক্ষিতে থানার আমদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাধবদী থানা পুলিশের জনসচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পুলিশই জনতা,জনতাই পুলিশ এই স্লোগান কে সামনে রেখে মাদক সন্ত্রাস,জঙ্গীবাদ,নারী নির্যাতন ,ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে রবিবার (৯ আগস্ট) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাধবদী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যন আলহাজ্ব নাজিমউদ্দিন ভূইয়া রিপন। মাধবদী থানার ৭নং বিট ইনচার্জ এস আই আঃ হান্নান এর আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাধবদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভির আহম্মেদ ও পুলিশ পরিদর্শক (অপস) তানভির আহমদ ও বিট পুলিশিং সদস্যগণ। অনুষ্ঠানে প্রধাণ অথিতি ওসি সৈয়দুজ্জামান তার বক্তব্য মাদক সন্ত্রাস,জঙ্গীবাদ,নারী নির্যাতন ,ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উপস্থিত ব্যাক্তিবর্গকে সোচ্চার হবার আহবান জানান। এবং তথ্য প্রদান করে পুলিশকে সহযোগীতা করা ও সেবা নেবার অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করে বলেন, মাদক সন্ত্রাস,জঙ্গীবাদ,নারী নির্যাতন ,ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে পুলিশ জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং সব সময় জনগণের পাশে থাকবে।

অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, আমদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি জসিম উদ্দিন, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য,ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ মান্যগণ্য ব্যাক্তিবর্গ।

এই বিভাগের আরো খবর