মাধবদী প্রতিনিধি.: ১০ আগষ্ট সোমবার নরসিংদীর মাধবদী থানা পুলিশের অভিযানে প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় ২ প্রতারক কে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো (১)কাউসার পিতা জাকির মেম্বার সাং রাইনাদী থানা মাধবদী।(২) সেলিম ওরফে দুলাল সাং উত্তর বিরামপুর কাশেমের বাড়ির (মনোহরদী)।বাদী মাধবদী থানার টাটা পাড়া মহল্লার ডা.রফিকুল ইসলামের দ্বারা থানায়কৃত অভিযোগে উল্লেখ করা হয়, ড.রফিকুল ইসলাম খানের সাথে অনন্ত কোম্পানির মালিক পরিচয় দিয়ে দুই প্রতারক কাউসার ও সেলিম ০১৯১১৬০৮৮২৭ ও ০১৯৯৩২০০০৬৫ এই মোবাইল নাম্বার এর মাধ্যমে যোগাযোগ করে জমি বিক্রি ও অন্যান্য লোকদের জমি দান করার প্রলোভন দেখাইয়া ১৫ মে হইতে ০৭ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে মাধবদী থানা এলাকার বিভিন্ন লোকের কাজ থেকে কয়েক লক্ষ টাকা ও বাদীর কাছ হইতে ৫০০০০০ পাচ লক্ষ টাকা প্রতারণা করে বিভিন্ন কৌশল অবলম্বন করে আত্মসাৎ করে। পরবর্তীতে বাদী অনন্ত কোম্পানির সাথে যোগাযোগ করিলে কোম্পানীর লোকেরা জানায় যে, ব্যবহৃত নম্বর গুলো তাহাদের কোম্পানির নয় এবং প্রতারক কাওসার ও সেলিম তাহাদের কোম্পানির নিযুক্ত কোন ব্যক্তি নয়। অভিযুক্ত দুই প্রতারকের দ্বারা প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের শিকার আরো কয়েকজনের নাম উল্লেখ করে বলা হয় উক্ত প্রতারকদ্বয় বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশলে বাদীর কাছ হতে ছাড়াও একাধিক ব্যাক্তির কাছ হতে আরো কয়েক লাখ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছে। উক্ত বিষয়ে স্থানীয় লোকজনদের মাধ্যমে আপোষ মিমাংসার চেষ্টা করিয়া ব্যর্থ হইয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইয়াছে। এব্যাপারে মাধবদী থানার এস আই ও এই মামলার তদন্ত কারী কর্মকর্তা সুবল চন্দ্র পাল গণমাধ্যমকে জানান, মাধবদী থানা এলাকা হইতে আসামীদের গ্রেফতার করে পাচ দিনের রিমান্ড আবেদন সহ কোর্টে চালান দেওয়া হয়েছে এ বিষয়ে রবিবার শুনানি হবে।