-
- ঢাকা
- নরসিংদীতে বিদেশী আগ্নেয়াস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার
নরসিংদীতে বিদেশী আগ্নেয়াস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার
- নিউজ ডেস্ক
- প্রকাশের সময় : আগস্ট, ১১, ২০২০, ৭:৪৯ অপরাহ্ণ
মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার। জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে (১১ আগষ্ট) এসআই তাপস কান্তি রায়,এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ রায়পুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে রায়পুরা থানাধীন বড়চর গ্রামের বিবিএল উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে বারান্দা হতে নরসিংদী জেলার তালিকাভূক্ত সন্ত্রাসী (১) শিপন মিয়াকে একটি বিদেশী রিভলবার ০৮ (আট) রাউন্ড গুলি লোডকৃত অবস্থায় গ্রেফতার করে।আসামী দীর্ঘদিন যাবত নরসিংদীসহ আশপাশ জেলায় সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামী শিপন মিয়ার বিরুদ্ধে ইতোপূর্বে ০১ টা খুন মামলা,০৪ টা মাদক মামলা,০১ টা আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলা সহ মোট ০৬ টা মামলা আছে।
ধৃত আসামীঃ
(১) শিপন মিয়া(৩৭),পিতামৃত-
ফজলুল হক, গ্রাম -লোচনপুর,
থানা-রায়পুরা, জেলা-নরসিংদী।
উদ্ধারকৃত আলামতঃ
(১) বাটযুক্ত রিভলবার,যাহার ম্যাগজিন ১২ চেম্বার বিশিষ্ট, যাহাতে ০৮ টা গুলি লোডকৃত। যাহার বাটসহ দৈর্ঘ্য ৮.৬ ইঞ্চি।
এ ঘটনায় রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মিডিয়া সমন্বয়ক রুপন কুমার সরকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এই বিভাগের আরো খবর