আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। তিনি এখন রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, ১৯৮৩ ব্যাচের কৃতি অ্যালামনাস, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শহীদুল হক করোনা আক্রান্ত। তিনি রাজধানীর ইমপালস হাসপাতালে গত ৫ আগস্ট থেকে চিকিৎসাধীন। বার্তায় তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।