শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উদ্যাপন করবে না বিএনপি

ডেস্ক নিউজ : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মদিন আগামী ১৫ আগস্ট। দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের এই দিনে বেগম জিয়ার জন্মদিন কেক কেটে ঘটা করে পালন করা হলেও গত বছর থেকে তার ব্যত্যয় ঘটে। গত বছর ১৫ আগস্ট তার জন্মদিনে কোনো কর্মসূচি রাখেনি বিএনপি।

এ বছরও বেগম জিয়ার জন্মদিনে কোনো কর্মসূচি পালন করবে না দলটি । এখনো দলীয় চেয়ারপারসনের জন্মদিনের দিন কীভাবে পালন হবে—তা নিয়ে দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, ১৫ আগস্ট শোক দিবসে উৎসব করে বেগম জিয়ার জন্মদিন পালন নিয়ে বিতর্ক চলার কারণে কয়েক বছর আগে থেকে কেক কাটা বন্ধ করা হয়। গত বছর ৭৫তম জন্মদিনে ১৫ আগস্টের পরিবর্তে ১৬ আগস্ট জন্মদিন উপলক্ষে জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এই বছরও গত বছরের ন্যায় কর্মসূচি পালন হবে। তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে সারাদেশে দোয়া মাহফিলের কর্মসূচি পালন করা হতে পারে।

এই বিভাগের আরো খবর