বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে বস্তিতে আগুন ২ জনের লাশ উদ্ধার

ডেস্কনিউজঃ চট্টগ্রাম নগরের পাহাড়তলী ইস্পাহানি গেট সংলগ্ন আজমনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আগুনের তীব্রতা বেশি। খবর পেয়ে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৮টি গাড়ি নিয়ে ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনে।

এই বিভাগের আরো খবর