সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের মামলায় গ্রেপ্তার ৩ সাংবাদিক, নরসিংদীতে নিন্দার ঝড়

নিজস্ব প্রতিবেদকঃ ডিজিটাল নিরাপত্তা আইনে নরসিংদীতে তিন সাংবাদিককে গ্রেফতার করায় নিন্দার ঝড় বইছে। গতকাল শনিবার নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মো: মাজহারুল পারভেজ, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায় ও মোস্তফা কামাল সরকার, সাবেক সাধারণ সম্পাদক মো: নূরুল ইসলাম, এটিএন বাংলার বেনজির আহমেদ বেনু, দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামাল, আজকের খোঁজখবর সম্পাদক মনজিল এ মিল্লাত
সহ স্থানীয় সাংবাদিকরা অবিলম্বে গ্রেফতারকৃত তিন সাংবাদিককে মুক্তি দেয়ার জন্য জোর দাবী জানিয়েছেন। অন্যথায় নরসিংদীর সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবে। গ্রেফতারকৃত তিন সাংবাদিক হলেন, দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার বার্তা সম্পাদক রমজান আলী প্রামাণিক (৬৫), প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিক শান্ত বণিক (৩৫) ও অনলাইন পোর্টাল নরসিংদী প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক খন্দকার শাহিন (৩২)। গত বৃহস্পতিবার রাতে পলাশের ঘোড়াশাল ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম পলাশ থানায় ওই তিন সাংবাদিককে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন এবং ওই রাতেই তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। সম্প্রতি একটি প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা না বলে তাঁর বরাত দিয়ে সংবাদ প্রকাশ ও তা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রচার করার অভিযোগে মামলাটি করেন তিনি। এব্যাপারে ৩ মে রবিবার সকাল ১১ টায় নরসিংদী প্রেসক্লাব এক জরুরী সভা আহবান করা হয়েছে।

এই বিভাগের আরো খবর