সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ  ডিজিটাল নিরাপত্তা আইনে নরসিংদীতে গ্রেপ্তারকৃত তিন সাংবাদিকের মুক্তির দাবীতে আজ রবিবার নরসিংদী প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসের সভাপতিত্বে জেলার ৬টি উপজেলার  সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন।  নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  মাজহারুল পারভেজ মন্টির সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক সভাপতি নিবারণ রায়, সাবেক সাধারণ সম্পাদক মো: নূরুল ইসলাম, সাংবাদিক বেনজির আহমেদ বেনু, হামিদুল হক আহাদ, হলধর দাস, মনজিল এ মিল্লাত মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আল-আমিন সরকারসহ  রায়পুরা, শিবপুর, পলাশ, মনোহরদী, বেলাব উপজেলা প্রেস ক্লাবের  নেতৃবৃন্দ। বক্তারা এসময় দেশের ক্রান্তিলগ্নে পুলিশ প্রশাসনের পাশাপাশি করোনা মোকাবেলায় সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করা সাংবাদিকদের আটকের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে গ্রেফতারকৃত তিন সাংবাদিক রমজান আলী প্রামাণিক, শান্ত বণিক ও খন্দকার শাহিনের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান। পরে গ্রেপ্তারকৃত সাংবাদিকদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্য মন্ত্রীর বরাবর লিখিত স্মারক লিপি নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর কাছে হস্তান্তর করা হয়। এসময় জেলা প্রশাসক গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তির ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং স্মারক লিপিটি দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস প্রদান করেন। এদিকে, তিন সাংবাদিকের আটকের ঘটনায় দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে তাদের মুক্তির দাবি করেছেন। এছাড়াও সারাদেশে এব্যাপারে প্রতিবাদ অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার পলাশ থানা পুলিশ উল্লেখিত তিন সাংবাদিককে তাদের নিজ নিজ বাড়ী থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। এর আগে ৩০ এপ্রিল পলাশ থানায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্ত আইনে একটি মামলা করে পলাশ থানা পুলিশ।।

এই বিভাগের আরো খবর