রবিবার, ২৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

“ওরা সূর্য তরুণ”–মিঞা মোঃ সাইফুল্লাহ কলম

এসএম মশিউর রহমান সরকার: পৃথিবী ব্যাপী করোনার বৈশ্বিক মহামারি। ঘর বন্দি মানুষ। চারিদিক সুনসান নিরবতা, কিন্তু হাহাকার ক্ষুদার্ত মানুষদের। এমন এক পরিস্থিতিতে সবার মনে সাহস যোগাতে এমন সুন্দর কবিতা লেখেছেন বালিয়াডাঙ্গী উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি, সমাজসেবক ও রাজনৈনিক ব্যাক্তিত্ব সাইফুল্লাহ কলম মাষ্টার এর ফেসবুক টাইমলাইন থেকে নেওয়া।

“ওরা সূর্য তরুণ,তাদের আছে প্রতিভা
ওরা জাগাবে ঘুমিয়ে পড়া সমাজটাকে
শুভ দিনে আজ, গাইব মোরা তাদেরই জয়গান,
উথলে উঠুক,বয়ে চলুক,বেজে উঠুক কলতান।

ওরা সূর্য তরুণ,তাদের থাকবে প্রতিবাদ,
ওরা তাই প্রতিবাদী,অন্ধকারকে করবে ম্লান,
শুভদিনে আজ জানাবো মোরা প্রতিবাদী হওয়ার আহবান,উথলে উঠুক,বয়ে চলুক- প্রতিবাদীর কলতান।

ওরা সূর্য তরুণ,তাদের আছে জ্ঞান পিপাসা,
ওরা তাই কবি,সাহিত্যিক,গায়ক,কলামিস্ট,বিজ্ঞানী
শুভদিনে আজ জানাবো মোরা প্রতিভা গড়ার আহবান,
উথলে উঠুক, বয়ে চলুক,প্রতিভা গড়ার কলতান।

এই বিভাগের আরো খবর