শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ ড. ওয়াজেদ মিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন রানা বখতিয়ার

ডেস্ক রিপোর্টঃ
১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এম এ ওয়াজেদ মিয়া।
এক বার্তায় অস্ট্রিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রানা বখতিয়ার বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ জামাতা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়া’র জন্মদিনে গভীর শ্রদ্ধাঞ্জলি জানান এবং বিনম্র শ্রদ্ধায় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ,
উপমহাদেশের খ্যাতনামা এ বিজ্ঞানী আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। বিজ্ঞানে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘স্যার জগদীশ চন্দ্র বসু স্বর্ণপদক’- এ ভূষিত হন । বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াজেদ মিয়া তৎকালীন পাকিস্তানি সামরিক শাসক আইয়ুব খানবিরোধী আন্দোলনসহ দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন । আণবিক শক্তি বিজ্ঞানী সংঘ , পদার্থবিজ্ঞান সমিতি , বিজ্ঞান উন্নয়ন সমিতি , বিজ্ঞানী ও বিজ্ঞানজীবী সমিতি , রংপুর জেলা সমিতি এবং জাতীয় সমন্বিত উন্নয়ন ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এই বিভাগের আরো খবর