বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আড়ানীতে মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবীতে পৌরবাসীর মানববন্ধন

বাঘা প্রতিনিধি, রাজশাহীঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র মুক্তার আলীকে দলীও মনোনয়ন না দেওয়ায় পৌরবাসীর মানববন্ধন করেছে। সকাল সাড়ে ১১টায় পৌরসভার ফুলমননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের পূর্ব হতে শুরু করে পশ্চিমে প্রধান সড়ক পর্যন্ত দুই সারিতে হাজার হাজার মানুষের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে পৌরসভার স্থানীয় নেতা কর্মী সহ ব্যবসায়ী,শিক্ষক,নারী-পুরুষ,কাউন্সিল সহ প্রায় সাড়ে চার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, গত (১৮ ডিসেম্বর) শুক্রবার আড়ানী পৌর আওয়ামী লীগ সভাপতি শহিদুজ্জামান শাহিদ কে দলীও মনোনয়ন দেওয়ায় পৌর বাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। মানববন্ধনে কর্মী সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে জনতা মার্কেট মালিক মাজদার রহমান জানায়, আমরা আওয়ামী লীগ প্রার্থী কে মেয়র হিসাবে দেখতে চাই, তবে শহিদুজ্জামান শাহিদ কে নয়। এই পৌর সভায় বিএনপির শক্তিশালী প্রার্থীর বিপরীতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বদল করা না হলে পৌরসভার এই চেয়ারটি হারানোর আশঙ্কা রয়েছে। প্রার্থী বদল করে বর্তমান মেয়র মক্তার কে দেওয়া হোক। পৌরসভার ৮ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি সাজদার আলী বলেন, মুক্তার আলী মেয়র থাকায় শান্তিপূর্ণ ভাবে বাজার ব্যবসায়ীরা ব্যাবসা করছে। সব সময় অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান মেয়র মুক্তার। এই মেয়রের সময়ে চাঁদাবাজী, সন্ত্রাসী,বিভিন্ন ব্যবসাসহ সকল অপকর্ম মুক্ত আছে পৌরসভাটি। এতে করে খুব আরামে আড়ানী পৌরবাসী আছে। মানববন্ধনে ডাঃ আহম্মদ আলী বলেন, দলমত নির্বিশেষে পৌরবাসীর প্রানের দাবি বর্তমান মেয়র মুক্তার কে আবারও মেয়র হিসাবে মনোনয়ন দেওয়া হোক। মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনের বিষয়ে মেয়র মুক্তার আলী বলেন,আমাকে ভালবেসে এই পৌরসভার জনগন মানববন্ধন করেছে নিজ নিজ উদ্দ্যোগে।আমি পৌর বাসীর চাহিদামত কাজ করতে পেরেছি বলেই আবারও আমাকে মেয়র পদে চাচ্ছেন পৌরবাসী।আড়ানী পৌরবাসীর উন্নয়নের কথা চিন্তা করে এবং আমার ও শাহিদুজ্জামান শাহিদ এর অতীত ভাল করে সঠিক জেনে মাননীয় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কে অনুরোধ করছি মনোনয়নটি আমাকে দেওয়ার জন্য।

এই বিভাগের আরো খবর