সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দূর্গাপুরের রৈপাড়া বিলে ফসিল জমি নষ্ট করে চলছে পুকুর খনন

রায়হান ইসলাম: সরকারি নিষেধাজ্ঞা সত্বেও রাজশাহীর দূর্গাপুর উপজেলার রৈপাড়া বিলে তিন ফসিল জমি নষ্ট করে চলছে পুকুর খননের হিড়িক। এসব অবৈধ পুকুর খননের ফলে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা অন্যদিকে কমে যাচ্ছে ফসিল জমির পরিমাণ। পুকুর খননের ফলে বেকার হয়ে পড়ার সম্ভবনা রয়েছে এলাকার শত শত দিনমুজুরদের। আর এ কারনে চরম আতংকে দিন পার করছেন তারা। স্থানীয় কৃষকরা অভিযোগ করে জানান, বার বার নিষেধ করা সত্বেও একটি চক্র রৈপাড়া এলাকায় একের পর এক ফসলি জমি নষ্ট করে অবৈধ পুকুর খননের উৎসবে মেতে উঠেছে কোন ভাবেই লাগাম টেনে ধরা যাচ্ছেনা এই চক্রটির। এভাবে অবাধে পুকুর খননের ফলে নষ্ট হয়ে যাবে লক্ষ লক্ষ টাকার পানের বরজ এবং ফসলের মাঠ। এ বিষয়ে দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা বলেন, ফসলি জমি নষ্ট করে যারা পুকুর খনন করছে তাদের বিরুদ্ধে খুব দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর