বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে জ্বীনের বাদশাসহ গ্রেফতার দুই

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রতারক জ্বীনের বাদশাকে গ্রেফতার করেছে। গোয়েন্দা পুলিশের  পরিদর্শক  ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয় রুপন কুমার সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, (০৩ অক্টোবর ) তারিখ জনৈক ফারুক আহমেদ নরসিংদী সদরের দত্তপাড়া সাকিনস্থ সিএন্ডবি রোডে চায়ের দোকানে বসে চা পান করাকালে পাশে বসে থাকা আসামী প্রতারক সাদিকুর রহমান @ সিদ্দিক বলে উঠে ১৪ বছর মামলা চালাইয়া জায়গার কোন হদিস পাইলাম না, সেই মামলার কাগজ পাইলাম সোনাম উদ্দিন হুজুরের কাছে গিয়ে। জনৈক ব্যক্তির জমিজমা নিয়ে বিরোধ ছিল। জনৈক ব্যক্তি প্রতারকের কথা বিশ্বাস করে এবং তার জমি নিয়া বিরোধ থাকায় প্রতারকের সাথে কথা বলে। প্রতারক সিদ্দিক একটা মোবাইল নম্বরে হুজুরের সাথে কথা বলায় এবং হুজুর  সরাসরি যেতে বলে। (০৪ অক্টোবর) তারিখ জনৈক ফারুক আহমেদ প্রতারক সিদ্দিকের সাথে মনোহরদীর বীরগাঁও এলাকায় জ্বীনের বাদশা সোনাম উদ্দিনের কাছে যায়। প্রতারক জ্বীনের বাদশা সোনাম উদ্দিন আলখাল্লা পোশাক পড়ে জ্বীন সেজে কন্ঠ নকল করে কথা বলে এবং জনৈক ব্যক্তির মনে বিশ্বাস স্থাপন করায়। জমি ও ভালো চাকরী পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন ধাপে জনৈক ব্যক্তির নিকট হতে ৩,৪০,৪৯০/= টাকা হাতিয়ে নেয়। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর কাজ না হওয়ায় জনৈক ব্যক্তির মনে সন্দেহ হয়।  জনৈক ব্যক্তি (০৮ নভেম্বর) পুলিশ সুপার নরসিংদীর কার্যালয়ে মৌখিক  অভিযোগ করলে এসআই তাপস কান্তি রায়, ডিবি নরসিংদী তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান সনাক্ত করেন এবং বাদীসহ অভিযান পরিচালনা করিয়া (০৯ নভেম্বর) তারিখ দিবাগত রাত ০০:৩০ ঘটিকায় মনোহরদী থানাধীন বীরগাঁও সাকিন হতে প্রতারক জ্বীনের বাদশা সোনাম উদ্দিন ও সাদিকুর রহমান @ সিদ্দিকদ্বয়দের গ্রেফতার করেন। প্রতারকদের নিকট হতে নগদ টাকা, আংটি, পাথর, আলখাল্লা পোশাক উদ্দার করেন।
 বেশ কিছুদিন যাবত পুলিশের নিকট অভিযোগ আসতেছিল যে, একটা সংঘবদ্ধ প্রতারকচক্র জ্বীনের বাদশা সেজে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
ধৃত আসামীঃ
(১) সোনাম উদ্দিন (৮০), পিতামৃত- ইসমাইল মিয়া, সাং- বীরগাঁও, থানা- মনোহরদী, জেলা-নরসিংদী,
(২) সাদিকুর রহমান @ সিদ্দিক (৪৪), পিতা- আসাদ মিয়া, সাং- পশ্চিম দত্তপাড়া, থানা ও জেলা-
নরসিংদী।
উদ্ধারকৃত আলামতঃ
(১) নগদ ৬০,০০০/= (ষাট হাজার) টাকা,
(২) জ্বীনের বাদশা সাজার আলখাল্লা পোশাক,
(৩) ০৩ (তিন) টা আকিদ পাথর,
(৪) একটি পাথরযুক্ত আংটি।
এ ঘটনায় মনোহরদী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর