শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ৭ ফেব্রুয়ারি কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করবে জেলা পুলিশের সদস্যরা

মোঃ সালাহউদ্দিন আহমেদ:  আগামীকাল (৭ ফেব্রুয়ারি) থেকে জেলা পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। সম্মুখ সারির করোনা যোদ্ধা হিসেবে উদ্বোধনী দিন থেকেই নরসিংদী জেলা পুলিশের সদস্যরা কোভিড-১৯ এর করোনা টিকা গ্রহণ করবেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র ইনামুল হক সাগর। তিনি জানান, জেলা পুলিশের নায়েক/ মোঃ ওসমান গণি, এসআই (সশস্ত্র)/ রেজাউল করিম, এএসআই (সশস্ত্র)/ মোঃ শামীম হোসেন, কনস্টবল/ মোঃ আরিফুল ইসলাম ও কনস্টবল/ মোঃ হাসান মিয়া উদ্বোধনী পর্বে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করবেন।

করোনা মোকাবিলায় নরসিংদী জেলা পুলিশের সদস্যগণ শুরু থেকেই মানুষের পাশে থেকে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনগণের সেবা ও সুরক্ষায় নরসিংদী জেলা পুলিশের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এই বিভাগের আরো খবর