শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যে ব্যক্তির জান্নাতের নিশ্চয়তা প্রদান করেছেন মহানবী (সঃ) নিজে ।

আজ আবারও আজির হলাম একটি ইসলামিক পোষ্ট নিয়ে । আমরা চেষ্টা করি না জানা বিষয় গুলো মানুষের সামনে আনতে । তেমনি আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো – কোন ব্যক্তির জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন রাসুল [সা.] আসুন তা হলে জেনে নিন ।

আরবি হাদিস

وَعَنْ سَهْلِ بنِ سَعدٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : «مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الجَنَّةَ». متفق عَلَيْهِ

বাংলা অনুবাদ

সাহাল ইবনে সায়াদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

“যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী (অঙ্গ জিভ) এবং দুই পায়ের মধ্যবর্তী (অঙ্গ গুপ্তা-ঙ্গ) সম্বন্ধে নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব।”

[বুখারি ৬৪৭৪, ৬৮০৭, তিরমিযি ২৪০৮, আহমদ ২২৩১৬]

এই বিভাগের আরো খবর