সোমবার, ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় গ্রেনেড হামলা দিবস পালিত

শেরপুর প্রতিনিধি: একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে গ্রেনেড হামলা দিবস।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় পৌর শহরের উত্তর বাজার জোড়া ব্রীজপাড় দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর শুরু হয়। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।

এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. আম্বিয়া বেগম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, আওয়ামী যুব লীগের আহবায়ক রফিুল ইসলাম সোহেল, জনপ্রতিনিধি, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, অর্থ সম্পাদক আব্দুল মোত্তালেব সেলিম উপস্থিত ছিলেন।

গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বাদ জুমআয় উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে জালালপুরস্থ আল-জামিয়াতুল মাদানীয়া ক্বওমী মাদ্রাসায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে আওয়ামী যুব লীগের আহবায়ক রফিুল ইসলাম সোহেল জানান।

এই বিভাগের আরো খবর