রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবকে হত্যার হুমকিদাতা মহসিন গ্রেফতার

ডেস্ক নিউজ : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি হুমকিদাতা সেই যুবককে গ্রেফতার করা হয়েছে। তার নাম মহসিন তালুকদার। তিনি সিলেটের সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে।

মঙ্গলবার সকালে সিলেট র‌্যাব-৯ ও সুনামগঞ্জের র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের মাইগাঁও থেকে গ্রেফতার করে।

দুপুরের দিকে তাকে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় হস্তান্তর করার কথা রয়েছে। এরআগে সোমবার মহসিন তালুকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে জালালাবাদ থানায় এসআই মাহবুব মোর্শেদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্লাহ তাহের জানান, সুনামগঞ্জ থেকে র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে মহসিন তালুকদারকে গ্রেফতার করেছে।  ফেসবুক লাইভে এসে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকির দেওয়ায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সেই পূজামণ্ডপ ইস্যুতে রবিবার দিবাগত রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক ভিডিওতে হত্যার হুমকি দেন মহসিন।

পরে অবশ্য মহসনি আবার লাইভে এসে ওই হুমকির বিষয়ে ক্ষমা চান এবং নিজের ভুলের কথা স্বীকার করেন।

এদিকে, সাকিব আল-হাসান সোমবার একটি ভিডিওতে ক্ষমা চেয়েছেন।

তিনি বলেন, পশ্চিমবঙ্গের সেই পূজার ঘটনায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তবে সেজন্য তিনি ক্ষমাপ্রার্থী।

এই বিভাগের আরো খবর