রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সারাবিশ্বে ১০০৪৮ জনের প্রাণ কেড়ে নিলো করোনা

১৭৯টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বে ২ লাখ ৪৫ হাজার ৬১৩ জন। মারা গেছে ১০ হাজার ৪৮ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮ হাজার ৪৩৭ জন।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় ইতালি এখন সবার ওপরে । ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪২৭ জনের প্রাণহানির ঘটেছে। ইতালি ছাড়িয়ে গেছে করোনার উৎস চীনকেও। ইউরোপের এই দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জনে।

করোনাভাইরাসের আতঙ্কে অনেক দেশই অবরুদ্ধ (লক ডাউন) হয়ে পড়েছে। বহু দেশে দোকান-পাট, ব্যবসায় বাণিজ্য, স্কুল, কলেজ সব বন্ধ ঘোষণা করা হয়েছে।

ইতালিতে গত বুধবারই একদিনে প্রাণ হারিয়েছিলেন ৪৭৫ জন। এখন পর্যন্ত এটাই কোনও দেশের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এই বিভাগের আরো খবর