বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পলাশে ইয়াবাসহ একাধিক মামলার দুই আসামি গ্রেফতার

মাসুদ খান, (পলাশ) নরসিংদী : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ তাদের গ্রেফতার করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক জহিরুল আলমের নেতৃত্বে এসআই মনোয়ার হোসেন ও এএসআই নূরে আইন সঙ্গীয় ফোর্সসহ মিয়াপাড়া টুনু মিয়ার জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নরসিংদী সদর উপজেলার মাধবদী থাানার পাঁচদোনা গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে রকিবুল হাসান ওরফে ফ্রান্স (৩৯) ও ঘোড়াশাল টেকপাড়ার মোঃ তাজুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম সজিব (৩৮) কে গ্রেফতার করেন।

পুলিশ পরিদর্শক জহিরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এ ঘটনায় পলাশ থানায় নিয়মিত মামলা দায়ের করে নরসিংদী কোর্টে প্রেরণ করা হয়েছে। এছাড়াও নরসিংদী জেলার বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মাদক, ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।

এই বিভাগের আরো খবর