বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এই এসপি গেলেগা আবার কি আগ্গোরতে চান্দা নেওয়া শুরু অইবো

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ তিনি এসেছিলেন ঠিক প্রলয়ের মতোই এলেন জয় করলেন চলে গেলেন, বলছি একজন বাস্তবিক সুপারহিরো পুলিশ সুপারের কথা  ঢাকার পার্শ্ববর্তী শিল্পসমৃদ্ধ নরসিংদী জেলা। বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক পরিমন্ডলের এই জেলার আইন শৃঙ্খলা রক্ষা ছিল পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভূমি, খুন, রাজনৈতিক, অন্তর্দন্ধ, দেনা পাওনাসহ বিভিন্ন ধরনের মামলা সেই সাথে কতিপয় পুলিশ সদস্যদের শৃঙ্খলা ভঙ্গের প্রবণতা বন্ধ করা এই জেলার পুলিশ সুপারদের জন্য ছিল বড় চিন্তার বিষয়। এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করে খুব অল্প সময়ে নতুন প্রজন্মের পুলিশিং ব্যবস্থা চালু করেছিলেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার (বিপিএম বার, পিপিএম)। পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ, অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার, আগ্নেয়াস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধারে অসামান্য ভূমিকা রেখেছেন তিনি। পুলিশ সুপারের চলে যাবার কথা শুনে পাঁচদোনা মোড়ের সিএনজি ড্রাইভাররা জিজ্ঞেস করছিলো “এই এসপি গেলেগা আবার কি আগ্গোরতে চান্দা নেওয়া শুরু অইবো” জনবান্ধব পুলিশিংয়ে প্রশংসনীয় উদ্যোগ ও সফলতা নরসিংদী বাসীর হৃদয় জয় করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এর প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা।২৪তম বিসিএসের পুলিশ কমর্কর্তা প্রলয় কুমার ২৮ জুলাই ২০১৯ সালে নরসিংদীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পরপরই সড়ক মহাসড়কে পরিবহন চাঁদাবাজি বন্ধ করেন। এই চাঁদাবাজির সাথে জড়িত ব্যাক্তিদের গ্রেফতার করা হয়। পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জেলা পুলিশ। জুলাই ২০১৯ থেকে ডিসেম্বর ২০২০ পর্যন্ত জেলায় ৫ কোটি ৭৮ লাখ টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ৩৩ টি। ১ হাজার ৬ শত ৫০ টি মাদক মামলায় গ্রেফতার হয়েছে ২২৪৯জন জন মাদক কারবারী। অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে ৪২ সন্ত্রাসী কে। এছাড়া উদ্ধার করা হয়েছে ২০০টির মতো ককটেল,পেট্রোল বোমা। শুধু সন্ত্রাস মাদক নয় কাজ করেছেন জেলাবাসীর মানবিক বিষয়ে।গত ২১ জানুয়ারী পুলিশ সদর দফতরের এক আদেশে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার  (বিপিএম বার, পিপিএম) কে দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ জেলা যশোরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। খুব অল্প সময়ে নরসিংদীবাসীর মন জয় করেছেন তিনি। নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে এসপি প্রলয় কুমারের প্রশংসামূলক কর্মকান্ড দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন বিশিষ্টজনেরা ।

 

 

 

এই বিভাগের আরো খবর