-
- ঢাকা
- নরসিংদীতে ১১’শত পিস ইয়াবা ও ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার- ৪
নরসিংদীতে ১১’শত পিস ইয়াবা ও ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার- ৪
- নিউজ ডেস্ক
- প্রকাশের সময় : আগস্ট, ২৮, ২০২০, ১১:৩৩ অপরাহ্ণ
মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ চিহ্নিত চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে । পুলিশ জানায়, শুক্রবার (২৮ আগষ্ট ) ডিবি পুলিশের এসআই মোস্তাক আহম্মেদ ও এসআই তাপস কান্তি রায় এর পৃথক পৃথক অভিযানে রায়পুরা থানা এলাকা থেকে চিহ্নিত ০৪(চার) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন এবং তাদের দখল হতে ৩,৭০,০০০/= টাকা মূল্যমানের ১১০০ পিস ইয়াবা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এসআই মোস্তাক আহম্মেদ রায়পুরা থানাধীন আনোয়ারাবাদ থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) জাকির হোসেন (৪২),পিতামৃত-বারিক মিয়া,সাং-আনোয়ারাবাদ,থানা-রায়পুরা,জেলা-নরসিংদীকে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন।
একই তারিখ এসআই তাপস কান্তি রায় রায়পুরা থানাধীন আদিয়াবাদ পিপিনগর এলাকা হতে ১৭:৪০ ঘটিকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী (২) বদরুজ্জামান(৪০),পিতামৃত-আমির মিয়া,সাং-আদিয়াবাদ (পিপিনগর), (৩) মোঃ সাদিক মিয়া(২৫),পিতা-নাজিম উদ্দিন,সাং-পিপিনগর,(৪)আবু সাঈদ মিয়া(৩৫),পিতামৃত-সওদাগর মিয়া,সাং- কাশিমনগর,সর্ব থানা-রায়পুরা,জেলা- নরসিংদীদের ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩,৭০,০০০/= (তিন লক্ষ সত্তর হাজার) টাকা। গ্রেফতারকৃত আসামী জাকিরের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ইতোপূর্বে ৪ টা মাদক মামলা আছে এবং অন্যান্য আসামীদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক করে মাদক মামলা আছে। এ সংক্রান্তে রায়পুরা থানায় পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।
এই বিভাগের আরো খবর