বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার (GPUFP) প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ সোমবার (৩০ আগস্ট) নরসিংদী জেলার ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার (GPUFP)প্রকল্প এর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স)জনাব মোঃ আসাদুজ্জামান, বিপিএম(বার) মহোদয়।পরবর্তীতে আইসিআই, পলাশ, নরসিংদীতে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার (GPUFP)প্রকল্প এর নিরাপত্তা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম। উক্ত মত বিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রাজিউর রহমান মল্লিক, প্রকল্প পরিচালক ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প, বিসিআইসি।
ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার (GPUFP)প্রকল্প এর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে জনাব মোঃ আসাদুজ্জামান, বিপিএম(বার), অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), ঢাকা রেঞ্জ মহোদয় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণসহ পুলিশ অফিস নরসিংদীর সকল মিনিস্ট্রিয়াল স্টাফগণের সাথে মতবিনিময় করেন।

এই বিভাগের আরো খবর