মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (০২ সেপ্টেম্বর) ডিবি নরসিংদীর এসআই নূরে আলম হোসাইন, এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ বেলাব থানা এলাকায় অভিযান পরিচালনা করে বেলাব থানাধীন দুলালকান্দি বাজার হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) ইলিয়াস(৩৫),পিতামৃত-ওমর আলী, সাং-শাহপুর,থানা- মাধবপুর,জেলা-হবিগঞ্জ, (২) জলিল (২৯), পিতা-বকুল,সাং-পলাশতলী,থানা- রায়পুরা,জেলা-নরসিংদীদের ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।উদ্ধারকৃত মাদক দ্রব্যের মূল্য ১৫,০০০/= টাকা। এ সংক্রান্তে বেলাব থানায় এজাহার দায়ের করা হয়েছে।