বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদ:  নরসিংদীর মাধবদীতে এক মানসিক ভারসাম্যহীন নারী (২৬) ধর্ষণ মামলার আসামী সোলায়মান (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) পাঁচদোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,স্বামী পরিত্যক্তা এক সস্তানের জননী মানসিক ভারসাম্যহীন ওই নারীকে বাড়ির পাশের গরুর খামারের একটি ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে খামারের কর্মচারী সোলায়মান। গত (১৩ অক্টোবর) এ ঘটনায় ওই নারীর নোনাস বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচার চেয়ে থানায় মামলা রুজু করেন। এর পর থেকে ধর্ষক সোলেমান পলাতক ছিলো। দীর্ঘ এক মাস পর শেখেরচর মাজার বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ধর্ষক সোলায়মান কবিরাজপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। গ্রেফতারকৃত সোলেমানকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর