বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৪৫ মিনিট খেলার পর জানতে পারলেন করোনা পজিটিভ!

স্পোর্টস ডেস্ক : দীর্ঘকালীন মহামারী দর্শকশূন্য গ্যালারি আর বায়ো বাবল সুরক্ষায় চলছে ক্রীড়াজগত।  ইউরোপে চলছে ফুটবলের দুর্দান্ত সব ম্যাচ। এরপরও নিয়মিতই করোনায় আক্রান্ত হচ্ছেন খেলোয়াড়রা।  আর করোনায় আক্রান্ত হলেই ম্যাচ থেকে ছিটকে গিয়ে কোয়ারেন্টিনে চলে যাচ্ছেন খেলোয়াড়রা। তবে ব্যতিক্রম ঘটনা ঘটল তুরস্ক বনাম ক্রোয়েশিয়ার ম্যাচে।  ম্যাচ ৪৫ মিনিট চলার পর জানা গেল ক্রোয়েশিয়ার এক খেলোয়াড় করোনা পজিটিভ!

স্প্যানিশ ক্রীড়া পত্রিকা এএস-এর প্রতিবেদন অনুযায়ী, প্রথমার্ধের পুরোটা সময় খেলার পর বিরতিতে যায় দুই দল।  এ সময় ক্রোয়েশিয়া দলের মেডিকেল টিমের হাতে রিপোর্ট আসে, দলটির ডিফেন্ডার দোমাগোই ভিদার করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।  যার ফলে ক্রোয়েট কোচ জ্লাতকো দালিচকে দ্বিতীয়ার্ধে আর নামাননি। বদলি হিসেবে ফিলিপ উরেমোভিচকে মাঠে নামান তিনি।  রিপোর্ট পাওয়ার পর পরই আইসোলেশনে চলে যান ৩১ বছর বয়েসি ভিডা। করোনায় আক্রান্ত খেলোয়াড়কে মাঠে নামানোর বিষয়ে পরে আনুষ্ঠানিক বিবৃতি দেয় টিম ক্রোয়েশিয়া।

তারা জানায়, উয়েফার নিয়ম মেনেই সবকিছু করা হয়েছিল।  এই ম্যাচের আগে গত ৯ নভেম্বর সব খেলোয়াড়ের কোভিড-১৯ পরীক্ষায় ফল নেগেটিভ এসেছিল।  কিন্তু শনিবার সুইডেনের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে বুধবার আবারও খেলোয়াড়দের পরীক্ষা করা হয়। সেখানেই পজিটিভ হয়েছেন ভিদা। প্রসঙ্গত, গত ১১ নভেম্বর ইস্তানবুলের ভোডাফোন পার্কে স্বাগতিকদের মুখোমুখি হয় ক্রোয়েশিয়া।  ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।

তথ্যসূত্র: গোল ডট কম

এই বিভাগের আরো খবর