শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মাশরাফিকে দলে পেতে লড়াইয়ে খুলনা বরিশাল

স্পোর্টস ডেস্ক :  হ্যামস্ট্রিংয়ে ইনজুরির কারণে চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এখনও যোগ দিতে পারেননি বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

তবে ২২ গজের খেলায় ফিরতে উদগ্রীব তিনি।  চোট কাটিয়ে ওঠার পরই শরীরের বাড়তি মেদ ঝরিয়েছেন। ফিটনেস ফিরে পেতে ১০ কেজি ওজন কমিয়েছেন। মাঠে অনুশীলনও শুরু করেছেন।  শিগগিরই  বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দেখা যেতে পারে নড়াইল এক্সপ্রেসকে।

মাশরাফিকে পেতে দুই দল রীতিমত লড়াইয়ে নেমেছে।  জেমকন খুলনা মাশরাফিকে দলে নিতে আনুষ্ঠানিকভাবে বোর্ডে চিঠি দিয়েছে ইতিমধ্যে।
ফরচুন বরিশালও জাতীয় দলের সাবেক অধিনায়ককে পাওয়ার আগ্রহ দেখিয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল সাংবাদিকদের বলেছেন, ‘মাশরাফি এমন একটা নাম, এমন একটা খেলোয়াড়, যাকে সবাই নিতে চাইবে। আমরাও আগ্রহ দেখিয়েছি।’

তবে মাশরাফি খেলার অবস্থায় আছেন কি না, তার বিষয়ে বোর্ডের ভাষ্য কি, এসব জেনেই তাকে দলে নেয়া না নেয়ার সিদ্ধান্ত হবে বলে জানান নাফিস।

তিনি বলেন, ‘মাশরাফির ফিটনেস কি অবস্থায় আছে, তা বোর্ড আমাদের বোর্ড আমাদের নিশ্চিত করবে।  এরপর আমাদের সিদ্ধান্ত আসবে।’

এদিকে মাশরাফির পাওয়ার আগ্রহের কথা বোর্ডকে জানিয়েছে ফরচুন বরিশালও। ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, আমরাই সবার আগে মাশরাফির প্রতি আগ্রহ দেখিয়েছি।  গত ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিষয়টি বোর্ডকে জানিয়েছি।

এমন পরিস্থিতিতে মাশরাফির ভাগ্য লটারিতে গড়াবে। একাধিক দল আগ্রহী হলে লটারির মাধ্যমে মাশরাফির দল নিতে পারবে বলে আগেই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

এই বিভাগের আরো খবর