মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে বিদেশী মদসহ এক যুবক গ্রেফতার হয়েছে । পুলিশ জানায়, সোমবার (৩০ নভেম্বর ) ডিবি পুলিশের এসআই মোস্তাক আহম্মেদ, এএসআই রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ মাধবদী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাধবদী থানাধীন বিরামপুর সাকিনস্থ জনৈক রাজু আহম্মেদের মেসার্স বিসমিল্লাহ স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মনির আহম্মেদ (২৯), পিতা- মোঃ তোরন আলী, সাং- সাতবাড়িয়া, থানা- লাঙ্গলকোট, জেলা- কুমিল্লাকে ০৮ (আট) বোতল বিদেশী মদসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৪০,০০০/= (চল্লিশ হাজার) টাকা। এ সংক্রান্ত মাধবদী থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।