রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তিন’শত পিস ইয়াবাসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। জেলা পুলিশের মিডিয়া সমন্বয় রুপন কুমার সরকার (পিপিএম) জানায়, রবিবার (০৬ ডিসেম্বর ) ডিবি পুলিশের এসআই তাপস কান্তি রায়, এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন দক্ষিণ কান্দাপাড়া সাকিনস্থ বাংলা মাঠ হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) হৃদয় মিয়া (৩১), পিতামৃত- সিরাজ মিয়া, সাং- রাঙ্গা মাটিয়া, (২) সুজন মিয়া (২৬), পিতা- মোস্তফা মিয়া, (৩) বিজয় মিয়া (২৩), পিতা- আমির হোসেন, উভয়সাং- দক্ষিন কান্দা পাড়া, সর্বথানা ও জেলা- নরসিংদীদের ৩০০ (তিনশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৯০,০০০/= (নব্বই হাজার) টাকা।গ্রেফতারকৃত আসামী হৃদয়ের বিরুদ্ধে ইতোপূর্বে ৮ টা, সুজনের বিরুদ্ধে ৪ টা, বিজয়ের বিরুদ্ধে ৩ টা মাদক মামলা রয়েছে। এ সংক্রান্ত নরসিংদী মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর