শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে । গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয় রুপন কুমার সরকার (পিপিএম) জানায়, শুক্রবার (১১ ডিসেম্বর ) ডিবি পুলিশের এসআই তাপস কান্তি রায় রায়পুরা থানাধীন হাসনাবাদ হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) লিমন মিয়া (২৫), পিতামৃত- বাবুল সরকার, সাং- হাসনাবাদ বাজার, থানা – রায়পুরা, জেলা – নরসিংদীকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট, এসআই নূরে আলম হোসাইন নরসিংদী মডেল থানাধীন বানিয়াছল ও ভেলানগর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (২) মোঃ মনির (২০), পিতামৃত- ফরিদ মিয়া, সাং বানিয়াছল, (৩) মোঃ সজল মিয়া (২৪), পিতামৃত- হবি মিয়া, সাং- বুদিয়ামারা, উভয় থানা ও জেলা-নরসিংদীদের ১২০ (একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী লিমনের বিরুদ্ধে ১ টা, মনিরের বিরুদ্ধে ১ টা, সজলের বিরুদ্ধে ৫ টা মাদক মামলা রয়েছে। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর