বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দূর্গাপুরে সাবেক সংসদ সদস্য’র উদ্যেগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

জেলা প্রতিনিধি, রায়হান ইসলাম : সারাদেশের মত করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে রাজশাহীর দূর্গাপুর উপজেলাবাসী । আর এতে চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের অসহায় লোকজন।

তাদের দু:সময়ে পাশে দাঁড়িয়েছেন এই আসনের সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা। তার নিজ উদ্যোগে ও অর্থায়নে প্রেরীত খাদ্যসামগ্রী পুঠিয়া উপজেলার পর এবার দূর্গাপুরের প্রতিটা অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়।

সোমবার দুপুরের দিকে উপজেলার বিভিন্ন জায়গায় এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসীন মৃধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বেলাল হোসেন সহ আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

এই বিভাগের আরো খবর