দূর্গাপুরে সাবেক সংসদ সদস্য'র উদ্যেগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

বুধবার, ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দূর্গাপুরে সাবেক সংসদ সদস্য’র উদ্যেগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

জেলা প্রতিনিধি, রায়হান ইসলাম : সারাদেশের মত করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে রাজশাহীর দূর্গাপুর উপজেলাবাসী । আর এতে চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের অসহায় লোকজন।

তাদের দু:সময়ে পাশে দাঁড়িয়েছেন এই আসনের সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা। তার নিজ উদ্যোগে ও অর্থায়নে প্রেরীত খাদ্যসামগ্রী পুঠিয়া উপজেলার পর এবার দূর্গাপুরের প্রতিটা অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়।

সোমবার দুপুরের দিকে উপজেলার বিভিন্ন জায়গায় এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসীন মৃধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বেলাল হোসেন সহ আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

এই বিভাগের আরো খবর